Home অর্থনীতি করদাতার সংখ্যা ৪০ লাখে উন্নীত হবে: অর্থমন্ত্রী

করদাতার সংখ্যা ৪০ লাখে উন্নীত হবে: অর্থমন্ত্রী

491
0

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৯-২০ অর্থবছরের মধ্যে করদাতার সংখ্যা ৪০ লাখে উন্নীত করা হবে। এটা বড় উল্লম্ফন, উচ্চাভিলাসী। তবে এটা কিভাবে করা হবে তা চিন্তা করছি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জাতীয় আয়কর দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদ। অর্থমন্ত্রী বলেন, ১৬ কোটি মানুষের দেশে ১ শতাংশ মানুষও কর দেয় না। কর দেয় মাত্র ১১ লাখ লোক। জাতি হিসেবে এটা লজ্জাজনক।

তিনি বলেন, আমাদের কর-জিডিপি অনুপাত ১০ শতাংশ। অনেক অনুন্নত দেশের কর-জিডিপি অনুপাত আরও বেশি।
মুহিত আরও বলেন, ব্যবসায়ীরা কর দিয়ে এবং কর্মকর্তারা কর আদায় করে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। কর না দিলে রাষ্ট্র চলবে না। দেশের স্বাভাবিক প্রবৃদ্ধি হবে না।

তিনি বলেন, অনেক সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, তাদের কাছ থেকে জোর করে কর আদায় করা হয়। এ অভিযোগের সত্যতা রয়েছে। ভবিষ্যতে কর কর্মকর্তারা যাতে চাপাচাপি না করে সে নির্দেশনা দেয়া হয়েছে।

Previous articleসুরঞ্জিতের এপিএস সেই ড্রাইভার আজম কোথায়?
Next articleসুনামগঞ্জের বড়কাংলার হাওর জলমহালে মাছের পোনা অবমুক্ত