Home জাতীয় করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

271
0

করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিকেলে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তিনি করোনা টিকার দ্বিতীয় ডোজ নেন। এই টিকাকেন্দ্র থেকেই গত ১৯ জুলাই করোনা টিকার প্রথম ডোজ টিকা নিয়েছিলেন তিনি।

খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এজেডএম জাহিদ হোসেনসহ অন্য চিকিৎসকরা দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসা ফিরোজায় আসেন।

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে মহামারী শুরুর পর গত বছরের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়। তারপর থেকে তিনি গুলশানের বাসা ফিরোজায় আছেন।

এ বছরের এপ্রিলে খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। ৫৪ দিন পর গত ১৯ জুন তিনি বাসায় ফেরেন।

Previous article‘নিষ্ক্রিয়’ জেলা কমিটি কঠোর হচ্ছে বিএনপি
Next articleসরকার লোক সমাগম দেখলে ভয় পায় : রিজভী