ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করতে দেয়া হয়নি বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তিনি জোট নেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করতে চাইলে ওই এলাকায় দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ তাকে ফিরিয়ে দেন। কেন খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করা যাবে না জানতে চাইলে দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ তাকে জানান, নিষেধাজ্ঞা রয়েছে।