ঢাকা: রাজধানীর কাফরুলে এলোপাথাড়ি কুপিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের স্থানীয় থানা কমিটির সাধারণ সম্পাদক রুবেল মিয়াকে (৩২) হত্যা করা হয়েছে। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হয় বলে পরিবার দাবি করেছে। এই ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে ঘটনা দু’টি ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক হত্যাকাণ্ড দু’টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রুবেল মিয়ার ভাই রুম্মান মিয়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, কাফরুলের ১৭০/১ পূর্ব কাজীপাড়ার ব্যাংক কলোনিতে তাদের বাসা। সোমবার রাত ১০টার দিকে বাসার সামনে কাফরুল থানা কৃষক লীগের সভাপতি মো. কামাল হোসেন, ৯৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সদস্য সাইফুল ইসলাম ও সন্ত্রাসী কালা ফারুকসহ প্রায় ৫/৬ রুবেলকে এলাপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে রুবেলের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এরপর আহত অবস্থায় স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে রাত ১১টার দিকে তিনি ভাইকে হাসপাতালে নিয়ে আসেন। রাত সাড়ে ১১টার দিকে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মেডিক্যাল থেকে সন্দেহভাজন মোরসালিন ও আবদুল খালেক নামে দুইজনকে আটক করেছে পুলিশ।