জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো: কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে আপিল বিভাগে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন দায়ের করা হয়েছে। আজ কামারুজ্জামানের আইনজীবীরা আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৪৪টি গ্রাউণ্ডে ৪৫টি পৃষ্ঠার এ আবেদনটি দায়ের করেন। কামারুজ্জামানের আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বেলা সাড়ে বারোটায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করবেন। আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকায় আসার পর এ ব্যাপারে শুনানি হতে পারে বলে জানিয়েছেন কামারুজ্জামানের অপর আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।