ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার আইনজীবীরা। শনিবার সকাল ১১টা ৫মিনিটে অ্যাডভোকেট মো. শিশির মনির, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, অ্যাডভোকেট মশিউল আলম, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন।
প্রায় এক ঘণ্টার সাক্ষাৎ শেষে অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের জানান, রিভিউ আবেদনের শুনানিসহ প্রয়োজনীয় আইনি পরামর্শের জন্য আমরা কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম। রিভিউ আবেদনের শুনানি শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি না জানতে চাইলে শিশির মনির বলেন, সেটা পরের ব্যাপার, আগে রিভিউ আবেদনের শুনানি হোক।