Home প্রবাস কার্ডিফ শাহজালাল মসজিদ এন্ড কালচারেল সেন্টারে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কার্ডিফ শাহজালাল মসজিদ এন্ড কালচারেল সেন্টারে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

621
1

রকিব মনসুর কার্ডিফ থেকে: বৃটেনের কার্ডিফ ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদ এন্ড কালচারেরল সেন্টারের বার্ষিক সাধারণ সভা অতি সম্প্রতি মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আলী আকবর এর সভাপতিত্বে এবং মসজিদ কমিটির জেনারেল সেক্রেটারী মকিস মনসুর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী শাহ মো: তসলিম আলী ও দোয়া পরিচালনা করেন মসজিদের খতীব হাফিজ মাওলানা আলহাজ্ব মোহাম্মদ বদরুল হক। মসজিদ কমিটির চেয়ারম্যান আলী আকবর এর স্বাগত বক্তব্যের পর আর্থিক রিপোর্ট ও বার্ষিক রিপোর্ট পেশ করেন মসজিদ কমিটির ট্রেজারার হারুনুর রহমান ও জেনারেল সেক্রেটারী মকিস মনসুর আহমদ। সাধারণ সভায় মসজিদ কমিটির বর্তমান ট্রাস্ট্রি ও সাবেক ট্রাস্টিবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দের ব্যাপক আলাপ আলোচনার পর সর্বসম্মতিক্রমে রিপোর্টসমূহ পাশ করা হয়।
সভায় সম্মানিত সদস্যবৃন্দ তাদের আলোচনায় বর্তমান কমিটির বিগত এক বছরের কর্মকান্ডের প্রশংসা করেন। সাধারণ সভায় সিন্নী ও সার্বিক ব্যবস্থাপনায় অক্লান্ত পরিশ্রম করেছেন চেয়ারম্যান আলী আকবর, সেক্রেটারী মকিস মনসুর আহমদ, ট্রেজারার হারুনুর রহমান, বকশী হারুনুর রশিদ, জুবায়ের আহমদ চৌধুরী, দিলওয়ার এস চৌধুরী, শেখ মো: আনোয়ার, মতিউর রহমান, সৈয়দ রিপন, শাহ মো: গোলাম কিবরিয়া ও মো: ময়না মিয়াসহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ। চেয়ারম্যান সমাপনী বক্তব্যে সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতার জন্য উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Previous articleকাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
Next articleগণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চলছে: মির্জা ফখরুল

1 COMMENT

Comments are closed.