ঢাকা: দেশে গণতন্ত্র নেই দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ বলেন, যতোদিন পর্যন্ত কার্যকরী গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে ততোদিন দেশে উন্নয়ন সম্ভব নয়।
তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই বলে দারিদ্র সীমার নিচে বসবাস করছে দেশের সাধারণ মানুষ। শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।