Home Uncategorized কালীগঞ্জে টাকা ছিনতাই, ছিনতাইকারী আটক

কালীগঞ্জে টাকা ছিনতাই, ছিনতাইকারী আটক

536
0

Atok 01
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজার থেকে এক লাখ দশ হাজার ছিনতাই করেছে দুবৃর্ত্তরা। এ সময় জনতা এক ছিনতাইকারীকে আটক করেছে। রোববার বিকালে চাপরাইল বাজার ব্র্যাক অফিসের সামনে এই ঘটনা ঘটে।
নিয়ামতপুর ইউনিয়নের মেম্বর তোতা মিয়া জানান, বিকালে উপজেলার কালারবাজারের আনন্দ ঘোষের ছেলে সুমন ঘোষ ও তার পরিবারের লোকজন চাপরাইল ব্র্যাক অফিস থেকে এক লাখ দশ হাজার টাকা তুলে বাড়িতে যাচিছল। এ সময় মটরসাইকেল যোগে তিন ছিনতাইকারী এসে তাদের গতিরোধ করে টাকা ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে এক ছিনতাইকারীকে আটক করে গণধোলায় দেয়। অপর ২ ছিনতাইকারী পালিয়ে যায়। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, টাকা ছিনতাইয়ের কোন অভিযোগ তাদের কাছে আসেনি।

Previous articleবাংলাদেশের জন্য সর্বাধুনিক যুদ্ধজাহাজ বানাচ্ছে চীন
Next articleসুনামগঞ্জে আ’লীগের পদ বঞ্চিতদের মানববন্ধন