Home রাজনীতি কিশোরগঞ্জের পথে খালেদা জিয়া

কিশোরগঞ্জের পথে খালেদা জিয়া

496
0

ঢাকা: নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবি আদায়ের পক্ষে জনমত গড়তে কিশোরগঞ্জ যাচ্ছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বোধবার সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে রওয়ানা দেন। বিকালে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। খালেদা জিয়ার এই সফর উপলক্ষে যাত্রাবাড়ী ফ্লাইওভার, সাইনবোর্ড, কাঁচপুর ব্রিজ, রূপগঞ্জ, নরসিংদী, ভৈরব সড়ক পথে পোষ্টার, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। হাজার হাজার নেতাকর্মী সমর্থক খালেদা জিয়াকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে জড়ো হয়েছেন। খালেদা জিয়া দুপুরে কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউজে কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকালে জনসভাস্থলে উপস্থিত হবেন। জনসভায় বক্তব্য দিয়ে সড়ক পথেই ঢাকায় ফিরবেন তিনি।
তার সফরসঙ্গী হিসেবে গাড়িবহরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল প্রমুখ রয়েছে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালেই কিশোরগঞ্জ রওনা হয়ে গেছেন। ২০০৬ সালের ৭ই অক্টোবর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে সর্বশেষ কিশোরগঞ্জ সফর করেন।

Previous articleসাতক্ষীরায় পুলিশ চোরাচালানী সংঘর্ষ: নিহত ১ আহত ৩
Next articleজগন্নাথপুর মুক্ত দিবস: উদযাপন নিয়ে জটিলতা