Home আঞ্চলিক কুমারগাঁও এলাকা থেকে এসআই প্রসেন কান্তির নেতৃত্বে মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমারগাঁও এলাকা থেকে এসআই প্রসেন কান্তির নেতৃত্বে মাদক ব্যবসায়ী গ্রেফতার

493
0

নিউজ ডেস্ক: নিজস্ব প্রতিবেদক: সিলেট জালালাবাদ থানাধীন কুমারগাঁও এলাকার বাসষ্ট্যান্ড থেকে এসআই প্রসেন কান্তি দাশের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।তার নাম মোঃ আলাল মিয়া(৪২)।সে বি-বাড়ীয়া জেলার আকাউড়া এলাকার চানপুর গ্রামের মৃত শিরু মিয়ার ছেলে।বর্তমান সে কোম্পানীগঞ্জ টুকেরগাঁও এলাকায় বসবাস করছে বলে জানা যায়।

রোববার (৩০ এপ্রিল) বিকাল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয় । এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ ।
জানা যায়, আলাল মিয়া দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রসেন কান্তি দাশের নেতৃত্বে একটি দল রোববার ৫ কেজি গাঁজাসহ তাকে আটক করে।সে গাঁজা ত্রুয় করে বি-বাড়ীয়া থেকে সিলেটের ছাতকের উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা যায় ।
উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামিকে জালালাবাদ থানায় হস্তান্তর করেছে পুলিশ।

Previous articleরাজধানীতে আনসারুল্লাহর আইটি প্রধান আটক
Next articleতরুণ কন্ঠ সিলেট’র পূর্ণাঙ্গ কমিটি গঠন