কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

0
541

Map Comilla 01
কুমিল্লার কান্দিরপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসময় ৪ পুলিশসহ আহত হয়েছে ১০জন। রোববার সকাল থেকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে হরতালের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে চকবাজার এলাকায় আসে। এসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় ৭টি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড শর্টগানের গুলি ও শতাধিক টিয়ারশেল নিক্ষেপ করে। পরে দুপুর সাড়ে ১১টার দিকে রানীর দিঘিরপাড়ে অবস্থিত বিএনপি কার্যালয় ভাঙচুর করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। আর শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায় বিএনপি নেতাকর্মীরা। এসময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৬জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন চার পুলিশ সদস্য। এছাড়া এক বিএনপি কর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে বলেও জানা গেছে।
আহতর পুলিশ সদস্যরা হলেন-কোতোয়ালি থানার পরিদর্শক শামসুজ্জামান, এসআই নাসির, সেকেন্ড অফিসার সালাউদ্দিন ও কনস্টেবল আনোয়ার। তাদের প্রাথমিক দেওয়া হচ্ছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।