ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে কাশিমপুর কারাগার থেকে ঢাকায় পাঠানো হচ্ছে। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে তাকে ঢাকার পথে পাঠানো হয়েছে বলে কারাগারের দায়িত্বশীল একটি সূত্র আরটিএনএনকে জানিয়েছে।
সূত্রটি আরও জানায়, কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানকে রাখার জন্য কনডেম সেল প্রস্তুত রয়েছে। কামারুজ্জামান কাশিমপুর কারাগারের ‘চল্লিশ সেল’ নামক কনডেম সেলে বন্দি ছিলেন। কাশিমপুর কারাগার ফটকের সামনে সকাল থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার আপিল বিভাগের রায়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন বিভক্ত রায়ের আপিল বিভাগ। এর আগে ২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ তার মৃত্যুদণ্ডাদেশ দেয়।