সিলেট: দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ২০১৫-১৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর রোববার অপরাহ্ন ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, ২ ডিসেম্বর, মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দাখিল মনোনয়নপত্র দাখিল, ৩ ডিসেম্বর, বুধবার রাত ৯টায় মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ৬ ডিসেম্বর, শনিবার, বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার, ৭ ডিসেম্বর, ২০১৪ রোববার রাত ৮টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ২৭ ডিসেম্বর শনিবার সকাল ১০ টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখে মনোনয়নপত্র একক পাঁচশ টাকা, প্যানেল তিন হাজার টাকা এবং প্রতি সেট ভোটার তালিকা এক হাজার টাকা হারে নগদ মূল্যে সংসদ কার্যালয় থেকে অফিস চলাকালীন সংগ্রহ করা যাবে।