Home জাতীয় কোটা অান্দোলনে ব্যর্থ হয়ে বিএনপির মাহমুদুর রহমান নাটক: হাছান মাহমুদ

কোটা অান্দোলনে ব্যর্থ হয়ে বিএনপির মাহমুদুর রহমান নাটক: হাছান মাহমুদ

497
0

নিজস্ব প্রতিনিধি: কোটা অান্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন মাহমুদুর রহমানকে নিয়ে নাটকে নেমেছেন মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মাহমুদুর রহমানের ওপর এই হামলা সমর্থনযোগ্য নয় ঠিক তেমনি ছাএলীগের ওপর দায় চাপানোটাও সমর্থনযোগ্য নয়। কিন্তু মাহমুদুর রহমান উনি কে? উনি কাবা শরিফের ছবি বিকৃতি করে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে অাঘাত হানার জন্য সেখানে সাঈদির ছবিসহ আরও অনেকের ছবি জুড়ে দিয়েছিলেন। তিনি বঙ্গবন্ধু, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার নিয়ে যেই অকথ্য, অশালীন ভাষায় কথা বলেছেন তিনি আবার একটি পত্রিকার সম্পাদক। এখন যখন তার ওপর দুষ্কৃতিকারীরা হামলা করেছে সেটাকে তিনি ছাত্রলীগের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন।’

Previous articleটেবিল ঘড়ির মার্কার বিজয়ে সিলেট নগরীতে উন্নয়নের নবদিগন্তের সুচনা হবে: এডভোকেট জুবায়ের
Next articleতিন সিটিতে অবিলম্বে সেনা মোতায়েন করা হোক: ড. মঈন খান