Home বিনোদন কোনো অনুশোচনা নেই: বাণী

কোনো অনুশোচনা নেই: বাণী

654
0

বলিউড অভিনেত্রী বাণী কাপুর। ২০১৩ সালে শুদ্ধ দেশি রোমান্স সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। সিনেমাটিতে অভিনয়ের করে দর্শক-সমালোচকদের প্রশংসা পান এ অভিনেত্রী। এরপর ২০১৬ সালে রণবীর সিংয়ের সঙ্গে বেফিকর সিনেমায় অভিনয় করেন এ অভিনেত্রী। কিন্তু দর্শকের মাঝে সাড়া ফেলতে ব্যর্থ হয় সিনেমাটি।

তবে সিনেমা নির্বাচনের ক্ষেত্রে তার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই এ অভিনেত্রীর। ভারতীয় একটি সংবাদমাধ্যমে বাণী কাপুর বলেন, ‘আমি যে সিনেমা করেছি তা নিয়ে বেশ খুশি। আমার কোনো অনুশোচনা নেই। এখনো অনেক কিছু করতে হবে, আমার জন্য অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমি অ্যাকশন, কমেডি, ফ্যামিলি ড্রামা ও রোমান্টিক সিনেমা করতে চাই।’

তিনি আরো বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি জীবনে আনন্দ এবং আমার যে কাজ তা উপভোগ করি। আমি খুব উচ্চাকাঙ্ক্ষী এবং এটি আমাকে ভেতর থেকে শক্তি যোগায়। কাজ আমাকে শান্তি দেয়।’

বাণীর পরবর্তী সিনেমা শমশেরা। এতে রণবীর কাপুরের সঙ্গে দেখা যাবে তাকে। এছাড়া হৃতিক রোশান ও টাইগার শ্রফ অভিনীত নাম ঠিক না হওয়া একটি সিনেমায় অভিনয় করবেন এ অভিনেত্রী।

Previous articleখালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির কর্মসূচি ঘোষণা
Next articleশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী অনুপস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী