নিউজ ডেস্ক: আবারও ক্রিকেট বিশ্বকাপের শুভেচ্ছা দূত হলেন শচীন টেন্ডুলকার। সোমবার আইসিসির পক্ষ থেকে একথা জানানো হয়েছে। এ নিয়ে টানা দু’বার একদিনের বিশ্বকাপ ক্রিকেটে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হলেন মাস্টার ব্লাস্টার। ২০১১ বিশ্বকাপেও ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন ‘ভারতরত্ন’ শচীন। সেবার শচীন ভারতের হয়ে বিশ্বকাপও খেলেছিলেন। চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ায় এবার অবশ্য বাইশ গজে ব্যাট হাতে দেখা যাবে না শচীনকে। এবার আইসিরি বিভিন্ন অনুষ্ঠানকে প্রোমোট করবেন তিনি। একদিনের ক্রিকেট বিশ্বকাপ হল বিশ্বের তৃতীয় বৃহত্তর ও জনপ্রিয় ক্রীড়া উৎসব।
আইসিরি প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘শচীন শুধু একজন খেলোয়াড় নন, ক্রিকেটকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তাই শচীনকেই বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হল।’ ওয়েবসাইট।