ঢাকা: দেশের চলমান পরিস্থিতি থেকে উত্তরণে খালেদা জিয়াকে দু’দিনের মধ্যে সিদ্ধান্ত নেয়ার জন্য আলটিমেটাম দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। এসময় তিনি খালেদা জিয়াকে হুঁশিয়ার করে বলেন, আপনি যদি কোনো সিদ্ধান্ত না নেন তাহলে সরকারও বিকল্প প্রশাসনিক সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
শুক্রবার বেলা ১২ দিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসসময় তিনি চলমান রাজনৈতিক সংকটে প্রধানমন্ত্রীর করণীয় নিয়ে বলতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রীর হাতে এখনো বিকল্প পথ খোলা আছে। এখন এগুলো প্রয়োগ করা হবে কি না বা কতদিন ধৈর্য্য ধারণ করা হবে তা সময়ই বলে দিবে।