ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে আবার ৭টি ট্রাক রাখা হয়েছে। এসব ট্রাকে বালু, সিমেন্ট, মাটি ও কাঠ ভর্তি। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এসব ট্রাক এনে খালেদা জিয়ার কার্যালয়ের সামনের রাস্তার দুপাশে রাখা হয় বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন আমাদের স্টাফ ফটোগ্রাফার জামিল মামুন।
খালেদা জিয়ার কার্যালয় ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও আরো জোরদার করা হয়েছে।
৯ দিন এই কার্যালয়ে অবরুদ্ধ আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
সোমবার ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ সামনে রেখে দৃশ্যত সরকার এ পদক্ষেপ নিল। সোমবার ঢাকার আশেপাশের জেলাগুলোতে হরতাল ঘোষণা শুরু করেছে বিএনপির জেলা শাখা।
এছাড়া ইজতেমায় আগত বিএনপি-জামায়াত সমর্থক মুসল্লিরা রাজধানীতে ঢুকতে পারে বলেও আশঙ্কা করছে সরকার।
৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের এক বছর পূতি উপলক্ষে ৪ জানুয়ারি রাত থেকে গুলশানে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এরপর ৫ জানুয়ারি রাতে তার কার্যালয়ের সামনে ১৭টি ট্রাকের সারি রাখা হয়। উত্তেজনাকর ৫ জানুয়ারি কেটে গেলে ট্রাকের সারি আবার সরিয়ে নেয়া হয়।