খালেদার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগের মামলা

0
515

Hamla
ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর হামলার ঘটনায় তার নিরাপত্তা কর্মকর্তাসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আওয়ামী লীগের এক নেতা।
ঢাকা মহানগরের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক গত রাতে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। আসামীদের বিরুদ্ধে জনতাকে হত্যার চেষ্টা ও বেআইনি জনসভাসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।
ওদিকে, বিএনপির পক্ষ থেকে দলীয় চেয়ারপারসনের ওপর হামলা ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। থানা মামলা গ্রহণ না করলে আদালতে মামলা দায়ের করা হবে।