ঢাকা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রচারণাকালে সরকার সমর্থকদের যে হামলা হয়েছে তা নিন্দনীয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার তথ্য অধিদফরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হাসানুল হক ইনু বলেন, সরকারের কড়া নিরাপত্তার কারণেই খালেদা জিয়া নির্বাচনী প্রচারণাকালে হামলা থেকে অক্ষত অবস্থায় বাসায় ফিরতে পেরেছেন।
খালেদা জিয়ার রাজনীতিতে থাকা উচিত নয় দাবি করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া সহিংসতা-নাশকতা সৃষ্টি করেছেন। তার রাজনীতিতে থাকা তাই উচিত নয়। গণতন্ত্রের জন্য তিনি উপযুক্ত নন। তার সৃষ্ট আগুন-সন্ত্রাস ও আন্দোলনে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের সবার উচিত খালেদার বিরুদ্ধে মামলা করা।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণাকালে প্রতিদিনই বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটছে। গতকাল বুধবার বাংলামোটরে তার গাড়িবহরে হামলা চালায় ছাত্রলীগের নেতারা। বিভিন্ন পত্র পত্রিকাতে ছাত্রলীগের নেতাদের হামলার ছবি প্রকাশ করা হয়েছে।