
ঢাকা: গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের জন্য খাবার নিয়ে ওই কার্যালয়ে গিয়েছিলেন তিনি।
কিন্তু ফটকে থাকা এসবি সদস্যরা তাকে আটকে দেয়। হটপট হাতে বেবী নাজনীন কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন।
রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে একটি মাইক্রোবাসে আসা মহিলা পুলিশ সদস্যরা বেবী নাজনীনকে টেনে তাদের গাড়িতে তুলে নেন।
গাড়িটিকে গুলশান থানার দিকে যেতে দেখা গেছে। কণ্ঠশিল্পী বেবী নাজনীন বিএনপির সহযোগী সংগঠন জাসাসের সঙ্গে যুক্ত।