ঢাকা: অবরুদ্ধ খালেদা জিয়াকে গুলশানে তার রাজনৈতিক কার্যালয় থেকে বের করে দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, গুলশান এলাকা কূটনৈতিক জোন। এখানে কূটনৈতিকদের আবাসস্থল। খালেদা জিয়ার কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তাদের জীবন হুমকির মুখে পড়েছে। তাই তাকে এখান থেকে বের করে বাড়ি পাঠিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।