Home ফিচার খালেদা জিয়াকে কোথাও সমাবেশ করতে দেবে না ছাত্রলীগ

খালেদা জিয়াকে কোথাও সমাবেশ করতে দেবে না ছাত্রলীগ

684
0

Logo Chatra Lige 01
ঢাকা: ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, তারেক রহমানের ভুলচিকিৎসার কারণে মস্তিষ্ক বিকৃত হয়েছে কি-না সেটা পরীক্ষা করে দেখতে হবে। সত্যিই যদি তার মস্তিষ্ক বিকৃত হয়ে থাকে তাহলে চিকিৎসার ব্যবস্থা করে তাকে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে। না হলে খালেদা জিয়া দেশের যেখানেই সমাবেশ করবেন সেখানেই প্রতিহত করা হবে। দেশের কোথাও তাকে সমাবেশ করতে দেয়া হবে না।
রোববার দুপুরে তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদ ও তা প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল এবং অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে যে বক্তব্য দিয়েছে তা প্রত্যাহার না করলে আগামী ২৩ তারিখ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। একই সাথে বিএনপির গাজীপুরের সমাবেশ করতে দেয়া হবে না বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

Previous articleমিকা সিংয়ের কারণে বিব্রতকর পরিস্থিতিতে কারিনা!
Next articleসহিংসতায় জামায়াতের চেয়ে এগিয়ে আ.লীগ-বিএনপি