ঢাকা: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়াকে গ্রেফতার সময়ের ব্যাপার মাত্র। যথাসময়ে আইন প্রয়োগ করা হবে। তাদের ছাড় দেয়ার প্রশ্নই ওঠে না।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, হরতাল – অবরোধ প্রত্যাহার করলেও খালেদা জিয়াকে মাফ করা হবে না। প্রত্যেকটি খুনের জন্য তার বিচার হবে।
সুশিল সমাজের সমালোচনা করে তিনি বলেন, তারা নানা নতুন ফরমূলা বের করছে। এদেরকেও প্রতিহত করতে হবে।