ঢাকা: চলমান হরতাল-অবরোধ প্রত্যাহার করা না হলে খালেদা জিয়ার কার্যালয়ের পানি ও বিদ্যুতের লাইন কেটে দেয়া হবে এবং তার জন্য কর্মচারী কর্তৃক আনা খাবারও বন্ধ করে দেয়া হবে, ফলে খালেদা জিয়াকে না খেয়ে মরতে হবে বলে। এমনই মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান।
শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক, কর্মচারী ও পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এই মন্ত্রী বলেন, হরতাল অবরোধে যেসব গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে সেসব গাড়ি নিয়ে আপনার কার্যালয় ঘেরাও করা হবে। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার দেশবিরোধী নাশকতামূলক কর্মসূচি প্রত্যাহার করুন।
এসময় তিনি শিক্ষার্থীদের নির্বিগ্নে পরীক্ষার হলে যাওয়ার জন্য জনগণের সহযোগিতা কামনা করেন এবং বোমাবাজদের পুলিশে সোপর্দ করারও আহবান জানান।