ঢাকা: বিএনপি নেত্রী খালেদা জিয়াকে সংঘাতের পথ ছেড়ে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ই জানুয়ারি নির্বাচনের প্রথম বার্ষিকীতে সোমবার জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেয়া ভাষণে তিনি এ আহবান জানান
তিনি বলেন, নির্বাচনে অংশ না নেয়া ছিল বিএনপি রাজনৈতিক ভুল। বিএনপির সেই ভুলের খেসারত কেন জনগণকে দিতে হবে। প্রধানমন্ত্রী তার ভাষণে গত এক বছরে তার সরকারের উন্নয়ন কর্মকা-ের দীর্ঘ বর্ণনা দেন।
তিনি অভিযোগ করেন যে, বাংলাদেশ যখন উন্নয়নের পথে এগিয়ে চলেছে, তখন যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে আবারও দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, নাশকতার পথ ছেড়ে শান্তির পথে আসুন। দেশের মানুষের উন্নয়নে কী করতে চান তা মানুষকে জানান। নিজের দলকে গড়ে তুলুন। তাহলেই হয়তো ভবিষ্যতে সম্ভাবনা থাকবে।