ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যেই পুলিশ পিপার স্প্রে নিক্ষেপ করেছে বলে দাবি করলেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। বুধবার গণমাধ্যম কর্মীদের একথা জানান তিনি।
রিজভী আহমেদ বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচি চলছে এবং চলবে। তিনি দেশবাসীকে খালেদা জিয়ার পক্ষ থেকে অবরোধ কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্বকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত বিএনপির সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দাবি করেন।