Home জাতীয় খালেদা জিয়ার আন্দোলন নির্বাচনের জন্য নয়: নাসিম

খালেদা জিয়ার আন্দোলন নির্বাচনের জন্য নয়: নাসিম

443
0

Nasim 02ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চলমান আন্দোলন নির্বাচনের জন্য নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কড্ডা মোড়ে ১৪ দল আয়োজিত নাশকতা বিরোধী প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার বর্তমান আন্দোলন আসলে নির্বাচনের জন্য নয়। যুদ্ধাপরাধীদের রক্ষা ও নিজে মামলা থেকে বাঁচার জন্য তিনি আন্দোলনের নামে দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি তৈরী করছেন।’
৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ইলেকশনের বিকল্প ইলেকশন। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না। তেমনি ইলেকশন ছাড়া কোন রাজনৈতিক দল টিকতে পারে না। গত নির্বাচন না হলে দেশে মার্শাল’ল আসতো। যে কারণে ৫ জানুয়ারি শেখ হাসিনাকে নির্বাচন করতে হয়েছে।’
২০ দলীয় জোটের চলমান অবরোধ-হরতাল জনগণ প্রত্যাখান করেছে দাবি করে তিনি বলেন, ‘মহাসড়কে বিপুল পরিমাণ যানবাহন চলাচল করছে। ২০ দলের ডাকা অবরোধ-হরতালকে উপেক্ষা করে জনগণ আগের মতই কর্মতৎপর রয়েছে।’
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম আরও বলেন, ‘জ্বালাও-পোড়াও করে কোন লাভ হবে না। আর এগুলো করতে গিয়ে তিনি নিজেই একা হয়ে গেছেন। তার দলের নেতাকর্মীরাও এখন তার সাথে নেই।’
এসময় তিনি ২০ দলের নাশকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে গ্রামে-গঞ্জে পাড়া-মহল্লায় ১৪দলের নেতৃত্বে নাশকতা প্রতিরোধ কমিটি গঠনের তাগিদ দেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া, জাসদের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম তানসেন, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, কমিউনিষ্ট পার্টির আহ্বায়ক ডাঃ ওহেদুল ইসলাম, জাপা (মঞ্জু) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহম্মেদ খান, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, ন্যাপের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদত হোসেন, গণআজাদি লীগের সহ-সভাপতি আতাউল্লাহ খান, জাসদের কেন্দ্রীয় সদস্য খায়রুজ্জামান, আ’লীগ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ডা: হাবিবে মিল্লাত মুন্না, আব্দুল মজিদ মণ্ডল, সেলিনা বেগম স্বপ্না, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, জেলা আ’লীগ নেতা আবু ইউসুফ সূর্য, গণতন্ত্রী পার্টির রেজাউল করিম সূর্য্য, জাসদ নেতা নাজমুল ইসলাম মুকুল।

Previous articleডিগ্রি‍ পরীক্ষা শুরু ২৮ মার্চ, রুটিন প্রকাশ
Next articleফিরোজ রশীদের বিরুদ্ধে অন্যের সম্পত্তি আত্মসাতের অভিযোগ