Home জাতীয় খালেদা জিয়ার কার্যালয়ের খাবার বন্ধে জাতিসংঘের উদ্বেগ

খালেদা জিয়ার কার্যালয়ের খাবার বন্ধে জাতিসংঘের উদ্বেগ

321
0

63349_khaleda
ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে খাবার সরবরাহ বন্ধ করে দেয়ায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার সময়ে সংস্থাটির পক্ষ থেকে এ উদ্বেগ প্রকাশ করা হয়। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানিয়েছেন।
এসময় তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ে নিয়ন্ত্রণারোপ এবং খাবার প্রবেশে বাধা দেয়ার বিষয়ে বলেন, এটি অবশ্যই উদ্বেগের। এ বিষয়সহ বাংলাদেশের চলমান অস্থিতিশীল সকল পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন। পরিস্থিতি উন্নয়নে জাতিসংঘের চেষ্টা অব্যাহত আছে বলেও উল্লেখ করেন সংস্থাটির এ কর্মকর্তা।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি দুপুরের পর থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের খাবার সরবরাহ বন্ধ করে দেয় পুলিশ। ফলে ৪৮ ঘণ্টা ধরে অভুক্ত অবস্থায় আছে গুলশান কার্যালয়ে অবস্থানরত সকলেই।
গত ৩ জানুয়ারি থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশান কার্যালয় থেকে বের হতে পারছেন না। তার কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ।

Previous articleনাটোরে জেলা বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি
Next articleপায়রা নদীতে ২০০ যাত্রী নিয়ে ট্রলারডুবি: লাশ উদ্ধার ১, নিখোঁজ ৭