খালেদা জিয়ার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ

0
500

Gulshan bnp

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্ব খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি উপলক্ষে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে গুলশান ৮৬ নম্বর রোডের দক্ষিণ মাথায় ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগ জমায়েত হয়ে মিছিল শুরু করেছে। সেখানে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের আসার কথা রয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফিরোজ কবির জানান, অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে এ এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।