নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে গেছেন দলের কয়েকজন সিনিয়র নেতা। নেতাদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, সরোয়ারি রহমান।
সোমবার বিকালে তারা কার্যালয়ে প্রবেশ করেন। গতকাল রাত আড়াইটায় খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত পুলিশি প্রহরা ও ব্যারিকেড তুলে নেয়া হয়। তবে খালেদা জিয়া আপাতত কার্যালয়ে অবস্থান করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। গত ৩রা জানুয়ারি রাত থেকে খালেদা জিয়ার কার্যালয় ঘিরে রাখে পুলিশ। কার্যালয়ের পাশে পুলিশের গাড়ি, ইট-বালুর ট্রাক দিয়ে ব্যারিকেড দেয়া হয়। কার্যালয়ের বাইরের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় পুলিশ। এরপর থেকে ২০ দলীয় জোটের প্রধান কার্যালয়েই অবস্থান করছেন।