Home আইন খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ

খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ

488
0

Khaleda 01
ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার চার্জ গঠন ও চার্জ আমলে নেয়া সংক্রান্ত দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আবেদন দুটি খারিজ করে দেন।
আদেশের পর খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে এই মামলা করা হয়েছে। যেসব অভিযোগ এই মামলায় আনা হয়েছে খালেদা জিয়া এর সাথে কোনোভাবেও জড়িত নন।
আজ খালেদা জিয়ার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, অ্যাডভোকেট জয়নাল আবেদীন। অন্যদিকে দুদকের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম সরকার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

Previous articleআগাম জামিন নিতে হাইকোর্টে লতিফ সিদ্দিকী
Next articleট্রাইব্যুনালের হাজতখানায় মোবারক হোসেন