ঢাকা: খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো না। অনানুষ্ঠানিকভাবে এ কথা জানিয়েছেন অ্যাপোলো হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কো অর্ডিনেটর প্রফেসর ডা. মুজিবুর রহমান ভুইয়া। মঙ্গলবার রাতে অসুস্থ খালেদা জিয়াকে দেখার পর গেটে বের হতেই গুলশান থানার ওসি রফিকুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলতে না দিয়ে নিজের সঙ্গে নেন এই চিকিৎসককে।
এরপর পুলিশের সঙ্গে যেতে যেতেই তাদের উদ্দেশ্যে ডা. মুজিবুর রহমান ভুইয়া বলেন, ‘ম্যাডামের অবস্থা ভাল না।’ এসময় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এরপর কিছুদূর এগিয়ে কিছুক্ষণ অপেক্ষার পর তার ব্যক্তিগত গাড়ি এলে পুলিশ ডা. মুজিবকে গাড়িতে তুলে দেন।