ঢাকা: খালেদা জিয়া হরতাল অবরোধের নামে পেট্রল দিয়ে নির্বিচারে হত্যা করে দেশটাকে শ্মশানে পরিণত করতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
রোববার সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেটে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের উদ্যোগে হরতাল বিরোধী প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, তার (বেগম জিয়া) দেশের প্রতি কোনো মায়া মমতা নেই। পুত্র শোকেও তিনি কাতর হননি। তার মধ্যে বিন্দু মাত্র শোকের লেশ নেই। তার মধ্যে জনগণের রক্তের স্বাদ অব্যাহত। তার দরকার ক্ষমতা আর কিছুই না।