খালেদা জিয়া নিরপরাধ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন

0
507

Hanif
ঢাকা: অবরোধ প্রত্যাখান করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া নিরপরাধ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় দলের সভাপতি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন খালেদা জিয়া তার ৭ দফায় কেবল নিজের ক্ষমতায় যাওয়ার বিষয়ে কথা বলেছেন। জনগণের অর্থনৈতিক মুক্তির কোন কথা তিনি বলেননি। এসময় ইজতেমা কর্মসূচিতেও অবরোধ অব্যাহত রাখায় খালেদা জিয়ার ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।