Home জাতীয় খালেদা জিয়া নির্বাচনী বিধি মানছেন না: তোফায়েল

খালেদা জিয়া নির্বাচনী বিধি মানছেন না: তোফায়েল

345
0

Tufayel 02
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী বিধি মানছেন না বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন দলীয় কার্যালয়ে পুলিশ প্রটোকলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি সরকারি সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এটা নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন।’
ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস উপলক্ষে শুক্রবারসকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে এ অভিযোগ করেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি এবং নির্বাচন বানচালের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তিন সিটি করপোরেশন নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে খালেদা জিয়ার জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দেবে।’
ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস উপলক্ষে সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলটির শীর্ষ নেতারা।
পরে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

Previous articleযুক্তরাষ্ট্র চায় ‘অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত’ ভোট
Next articleভোটের পুলিং স্টেশনে সিসি ক্যামেরা বসানোর আহ্বান: খন্দকার মাহবুব