Home জাতীয় খালেদা জিয়া মানবতা বিরোধী অপরাধ করছেন: তোফায়েল

খালেদা জিয়া মানবতা বিরোধী অপরাধ করছেন: তোফায়েল

488
0

Tufayel Ahmed
ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, অবরোধ হরতালের নামে কর্মসূচি পালন করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মানবতা বিরোধী অপরাধ করছেন। এভাবে আন্দোলন করে দুনিয়ার কোথাও কেউ দাবি আদায় করতে পারেনি।
তিনি বলেন, বিরোধী জোটের আন্দোলনে মানুষের সাড়া নেই। ইতোমধ্যে মানুষ প্রতিহত করতে শুরু করেছে। রুখে দাঁড়িয়েছে। বাদ জুমা সারা দেশে সহিংসতায় নিহতদের স্মরণে ১৪ দলের গায়েবানা জানাজা পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ পাশের রাস্তায় এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে ১৪ দলের কয়েকশ’ নেতাকর্মীরা অংশ নেন।
তোফায়েল আহমেদ তার বক্তব্যে বলেন, ২রা ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা। অবরোধের মধ্যেই পরীক্ষা চলবে। আশা করি পরীক্ষা সামনে রেখে এসব কার্যক্রম বিরোধী জোট বন্ধ করবে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া রাজনৈতিক জিঘাংসা চরিতার্থ করার জন্য অবরোধ ডেকেছেন। সারা দেশে এসএসসি পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪ দলের নেতাকর্মীদের অবস্থান নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহবান জানান তিনি।
গায়েবানা জানাজায়, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, কার্যকরি সভাপতি মাইনুদ্দিন খান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

Previous articleকেমুসাসের কমিটি ঘোষণা: সভাপতি- আজিজ, সম্পাদক- মানিক
Next articleগুণ্ডামি হচ্ছে আওয়ামী লীগের শাসনপ্রণালী: রিজভী