Home জাতীয় খালেদা জিয়া হত্যা ও জঙ্গিবাদের রাজনীতি করেন: ইনু

খালেদা জিয়া হত্যা ও জঙ্গিবাদের রাজনীতি করেন: ইনু

341
0

Inu 03
ঢাকা: দেশব্যাপী নাশকতা সৃষ্টির জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী করে তাকে আত্মসমর্পণের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ নেতা হাসানুল হক ইনু। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
খালেদা জিয়াকে সন্ত্রাসের রাণী ও বর্বর নেত্রী উল্লেখ করে ইনু বলেন, খালেদা জিয়া জনগণের জন্য রাজনীতি করেন না। তিনি হত্যা ও জঙ্গিবাদের রাজনীতি করেন।
বিএনপি জামায়াতের ডাকা অবরোধের সময় পেট্রোল বোমায় দগ্ধ হয়ে যশোরে নিহত জাসদ নেতা নুরুজ্জামান পপলু ও তার কন্যা মাইশা এবং সিরাজগঞ্জের শ্রী গণেশসহ অনেক মানুষের হতাহতের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

Previous articleজঙ্গী নেত্রী খালেদার কাছে দেশ পরাজিত হবে না: হাছান মাহমুদ
Next articleদেশ যতো ডিজিটালাইজড হবে দুর্নীতি ততো কম হবে: জয়