ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী তারিখ ৭ই জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। আজ বুধবার সংঘর্ষের মধ্যেই খালেদা জিয়া আদালতে হাজিরা দেন। এসময় তার আইনজীবীরা সময় চেয়ে পরবর্তী তারিখ নির্ধারণের আবেদন করলে আদালত নতুন তারিখ নির্ধারণ করে দেন। বিচারক বাসুদেব রায়ের স্থলে নতুন যোগ দেয়া বিচারক আবু আহমেদ জমাদ্দার আজ প্রথম এ মামলায় শুনানি করেন। এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে হাজিরা দিতে আদালতে পৌঁছান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এসময় আদালতে বাইরে অবস্থান নেয়া বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করলে ওই এলাকায় সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেলা সোয়া একটার দিকে খালেদা জিয়া আদালত এলাকা ত্যাগ করেন। এসময় তার গাড়ি ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মী নিরাপত্তা দেন।
পুরান ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদরাাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিশেষ এজলাসে মামলা দুটির বিচারকাজ চলছে। গত সপ্তাহে বিচারক বাসুদেব রায়কে বদলি করে তাঁর স্থলে আবু আহমেদ জমাদ্দারকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়।