Home বিনোদন খুঁজে পাওয়া যাচ্ছে না মিস ওয়ার্ল্ড প্রতিযোগী অর্ধনগ্ন মারিয়াকে

খুঁজে পাওয়া যাচ্ছে না মিস ওয়ার্ল্ড প্রতিযোগী অর্ধনগ্ন মারিয়াকে

460
0

নিউজ ডেস্ক: শিরোনাম পড়ে আঁতকে গেলেন তো? ঘটনাটি আসলেই সত্যি। মিস হন্ডুরাস ওয়ার্ল্ড ২০১৪ মারিয়া হোসে আলভারাদো ও তার বোন সোফিয়া ত্রিনিদাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হন্ডুরাসের সুন্দরী প্রতিযোগিতার আয়োজক এদুয়ার্দো জাবলা এক বিবৃতিতে জানান, ১৩ নভেম্বর থেকে দুই বোন নিখোঁজ।
হঠাৎ করেই কীভাবে উধাও হয়ে গেলেন এই দুজন? জানা যায়, হন্ডুরাসের পশ্চিমাঞ্চল সান্তা বারবারায় এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে একটি গাড়িতে চড়ার পর থেকেই উধাও মারিয়া ও সোফিয়া। ওই গাড়ির কোনো লাইসেন্স প্লেট ছিল না। তবে ১৫ নভেম্বর পর্যন্ত পুলিশের কাছে এ তথ্য জানানো হয়নি। এ ঘটনায় সোফিয়ার প্রেমিকসহ চারজনকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, সান্তা রোসা ডি কোপানের ১৯ বছর বয়সী তরুণী মারিয়া নিজ দেশের ১৮ সুন্দরীকে হটিয়ে ২৬ এপ্রিল মিস হন্ডুরাস ওয়ার্ল্ড ২০১৪ নির্বাচিত হন। ফলে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মিস হন্ডুরাস হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে তার। আগামী সপ্তাহে লন্ডনে ১২০টি দেশের সুন্দরীদের নিয়ে শুরু হবে এর আনুষ্ঠানিকতা। ১৪ ডিসেম্বর ফাইনালে বিজয় মুকুট জেতার জন্য মুখোমুখি হবেন সুন্দরীরা।

Previous articleআ’লীগ মুক্তিযুদ্ধকে পণ্য হিসেবে ব্যবহার করছে
Next articleমগবাজারে বাড়ির মালিকসহ ৩ বিদেশী নাগরিক আটক