Home ফিচার খুব শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: হানিফ

খুব শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: হানিফ

453
0

Hanif
চাঁদপুর: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণে কিছু সময়ের প্রয়োজন হয়।
তিনি বলেন, সরকার এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। খুব শিগগিরই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা মোড়ে এক পথসভা শেষে সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদালত খালেদা জিয়ার নামে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে দায়িত্ব পালন করবে। আমরা আশা করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খালেদাকে গ্রেপ্তার করবে।’
পথসভায় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সুজিত রায় নন্দী, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল, জেলা বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম মাছুম, জেলা হকার্স লীগের সভাপতি বিপুল মজুমদার জয় প্রমুখ।

Previous articleখালেদার কার্যালয়ে বার্নিকাটসহ ৭ দেশের রাষ্ট্রদূত
Next articleএকুশে টেলিভিশনের সাংবাদিক কনক সারওয়ার গ্রেপ্তার