ঢাকা: গণতন্ত্র সংক্রান্ত দুটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাচিত হয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী গণতন্ত্রের বিশ্ব জয় করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এমন দাবি করেন।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় শিরীন শারমিনকে এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সাবের হোসেনকে এ সংবর্ধনা দেয়া হয়।
শেখ হাসিনা বলেন, গণতন্ত্র সংক্রান্ত দুটি প্রতিষ্ঠানের প্রধান পদে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর জয়ী হওয়া গণতন্ত্র এবং এ দেশের মানুষের বিজয়।