Home জাতীয় গণতন্ত্র আবারো গভীর খাদের কিনারে পড়ে গেছে: খালেদা

গণতন্ত্র আবারো গভীর খাদের কিনারে পড়ে গেছে: খালেদা

540
0

Khaleda 12
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের গণতন্ত্র আবারো গভীর খাদের কিনারে পড়ে গেছে। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করে মজবুত ভিতের ওপর দাঁড় করানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। খালেদা জিয়া আগামীকাল ২৭ নভেম্বর শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ আহ্বান জানান।
তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন সরকারের লেলিয়ে দেয়া পেটোয়া বাহিনীর গুলিতে শহীদ হন ডা. মিলন। স্বৈরাচারী শাসনের শৃঙ্খল থেকে গণতন্ত্রকে উদ্ধার করতে গিয়েই তিনি শহীদ হয়েছেন।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের জন্য ডা. মিলনের এই ত্যাগ এদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সকল কর্তৃত্ববাদী, স্বৈরাচারী গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে তিনি আমাদের প্রেরণার উৎস।
তিনি বলেন, আমাদের গণতন্ত্র আবারো গভীর খাদের কিনারে গিয়ে পড়েছে। ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের মধ্যদিয়ে আবারো গণতন্ত্রকে হত্যা করে একদলীয় দুঃশাসনের করাল গ্রাসে গিলে ফেলা হয়েছে বহুদলীয় গণতন্ত্রের পথচলা।
বিএনপি চেয়ারপারসন বলেন, গণতন্ত্রের শত্রুরা গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছে। গণতন্ত্র ধ্বংসকারী অপশক্তিগুলোর চক্রান্ত ও ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্রকে মজবুত ভিতের ওপর দাঁড় করাতে হবে। আর তাহলেই ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হবে বলে মন্তব্য করেন তিনি।

Previous articleচীনের কাছে তথ্য-উপাত্ত চাওয়া হবে: পনিসম্পদ মন্ত্রী
Next article১৫ ডিসেম্বরের মধ্যে পে-স্কেলের বিষয়টি ‘রাবিশ’