Home জাতীয় গণতান্ত্রিক আন্দোলনে স্মরণীয় থাকবেন জাফর: জামায়াত

গণতান্ত্রিক আন্দোলনে স্মরণীয় থাকবেন জাফর: জামায়াত

485
0

ঢাকা: জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। তিনি বলেন, কাজী জাফর আহমদের ইন্তেকালে জাতি একজন দেশপ্রেমিক ও গণতন্ত্রমনা রাজনীতিককে হারাল। তার ইন্তেকালে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

মকবুল আহমাদ বলেন, কাজী জাফর জনগণের স্বার্থে গণতন্ত্রের পক্ষে আন্দোলন করে গিয়েছেন। তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তোপ্ত পরিবার-পরিজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন, আমীন।

Previous articleখন্দকার মোশাররফের জামিন স্থগিত
Next article১৪ দলীয় জোট ভাঙার কোনো সুযোগ নেই: হানিফ