Home বিশেষ সংবাদ গণমাধ্যমগুলো দেশবাসীর আস্থা অর্জন করেছে: তথ্যমন্ত্রী

গণমাধ্যমগুলো দেশবাসীর আস্থা অর্জন করেছে: তথ্যমন্ত্রী

297
0

নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নিজ নিজ দায়বদ্ধতা এবং সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে গণমাধ্যমগুলো দেশবাসীর আস্থা অর্জন করেছে। মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে জাসদের সংসদ সদস্য নাজমুল হক প্রধানের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবারে মন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব। সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে বর্তমানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক প্রসার ঘটেছে। বর্তমান সরকারের আমলে বেসরকারি মালিকানায় ৩১টি স্যাটেলাইট চ্যানেল, ২৪টি এমএম রেডিও ও ৩২টি কমিউনিটি রেডিওর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। সংসদ সদস্য রহিম উল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজধানী ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা ৪২৩টি।

Previous articleএরশাদের জোট গঠনের হাঁকডাকে সাড়া নেই !
Next articleওসমানীনগর ও জগন্নাথপুরে জয়-পরাজয়ের নেপথ্যে