গাজীপুরে ট্রেনে পেট্রোলবোমা, দগ্ধ ৫

0
520

Train Agun
গাজীপুর: গাজীপুরে একটি কমিউটার ট্রেনে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে পাঁচ যাত্রী দগ্ধ হয়েছেন। শ্রীপুর রেল স্টেশনের আউটার সিগন্যালে দাঁড়িয়ে থাকা জামালপুরগামী ট্রেনে সোমবার বিকেল সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানা ও রেলওয়ে পুলিশ বলছে, ঘটনাস্থল পরিদর্শন করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর রেল স্টেশনের আউটার সিগন্যালে সোমবার বিকেল সাড়ে পাঁচটায় দাঁড়িয়ে থাকা জামালপুরগামী একটি কমিউটার ট্রেনে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পাঁচ যাত্রী দগ্ধ হন।

রেলওয়ে পুলিশের জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদান মিয়া জানান, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয়ে এ বিষয়ে মন্তব্য করতে পারব।