Home রাজনীতি গাজীপুরে সমাবেশে বাধা এলে সমুচিত জবাব: শিবির

গাজীপুরে সমাবেশে বাধা এলে সমুচিত জবাব: শিবির

541
0

logo shibir 01
গাজীপুর: ২০ দলের শনিবারের সমাবেশ সামনে রেখে মিছিল করেছে গাজীপুর মহানগর ছাত্রশিবির। বেলা ১১টায় মিছিলটি ভাওয়াল কলেজ থেকে শুরু হয়ে চান্দনা চৌরাস্তা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে গাজীপুর মহানগর সভাপতি সালাহ উদ্দিন আইয়ুবী সরকারকে হুঁশিয়ার করে বলেন, ২৭ ডিসেম্বরের সমাবেশে বাধা দেয়া হলে এর সমুচিত জবাব দেওয়া হবে। যেকোনো মূল্যে সমাবেশ বাস্তবায়নের ঘোষণা দেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক হাসনাইন আহমেদ, অর্থ সম্পাদক তাজদীদ বিন ওয়াদুদ, এইচআরডি সম্পাদক ফজলুল হক নোমান ও প্রচার সম্পাদক মিজানুর রহমান। শনিবার ভাওয়াল কলেজ মাঠে ২০ দলের পূর্বনির্ধারিত সমাবেশ হওয়ার কথা। কিন্তু সরকারির দলের ছাত্রসংগঠন সমাবেশ করতে দেবে না বলে হুমকি দিয়েছে। এ নিয়ে সেখানে কদিন ধরে চলছে উত্তেজনা।

Previous articleখালেদা জিয়ার সঙ্গে খ্রিষ্টান সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়
Next articleখালেদা জিয়া বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চান: বাণিজ্যমন্ত্রী