
ঢাকা: ২০দলেৱ ডাকা টানা অবরোধের পাশাপাশি ৭২ ঘন্টা হরতালেৱ ২য় দিনে গাজীপুর ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে ছাত্রাশিবির গাজীপুর মহানগরী সেক্রেটারি আহমদ ইমতিয়াজ এর নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগর শিবিরের প্রচার সম্পাদক হাসান মেহরাবে, জেলা শিবিরের এইচ আর ডি সম্পাদক তারেকুজ্জামান, শিবির নেতা মুনাব্বির,সাকের সহ অন্যান্য নেতৃবৃন্দ।