Home জাতীয় গাড়ি চালাতে হবে, পোড়ালে ক্ষতিপূরণ দেবেন প্রধানমন্ত্রী

গাড়ি চালাতে হবে, পোড়ালে ক্ষতিপূরণ দেবেন প্রধানমন্ত্রী

473
0

Asaduzzaman 02
ঢাকা: ২০ দলীয় জোটের ডাকে চলা টানা অবরোধে সড়কে গাড়ি চালাতে বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, অবরোধের সময় রাস্তায় গাড়ি বের করতে হবে। এসময় কোন যানবাহন ক্ষতিগ্রস্ত হলে তাদের যথাযথ ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাস, ট্রাকসহ সবধরণের যানবাহনই এর আওতাভুক্ত। বিষয়টি আমাকে আপনাদের জানিয়ে দিতে বলেছেন প্রধানমন্ত্রী। পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথা জানান। শুক্রবার বিকালে সারাদেশে যান চলাচল স্বাভাবিক রাখতে রাজধানীর গাবতলীতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

Previous articleমধ্যবর্তী নির্বাচন ছাড়া চলমান সংকট উত্তরণের কোনো পথ নেই
Next articleশমসের মবিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে